PHONE

+880248121186

EMAIL

it.ibtra@gmail.com

Opening Ceremony of Workshop on Integrated Supervision System-ISS Reporting

October 23, 2022

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) ২২ অক্টোবর ২০২২, শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে “ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম (আইএসএস) রিপোর্টিং” বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান কর্মশালার উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জামাল উদ্দিন মজুমদার এতে স্বাগত বক্তব্য দেন। আইবিটিআরএর প্রিন্সিপাল এস. এম. রবিউল হাসান সভাপতিত্ব করেন। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ হাসান তারেক খান বিজনেস সেশন পরিচালনা করেন। ব্যাংকের নির্বাহীগন কর্মশালায় অংশগ্রহণ করেন।