PHONE

+880248121186

EMAIL

it.ibtra@gmail.com

The month-long Entrepreneur Development Training Program organized by Chittagong Regional Center of IBTRA ended on 6 June 2022.

June 08, 2022

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি ৭ জুন ২০২২ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক আরিফ হোসাইন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আরিফুজ্জামান ও যুগ্ম পরিচালক মোঃ জাহিদ ইকবাল। আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন এবং আইবিটিআরএ চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের প্রধান মুহাম্মদ আতাউল হক সিরাজী । ২৫ জন নতুন উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।